সফেদা
সফেদা ওজন কমাতে সাহায্য করে। সফেদা নিয়মিত খেলে স্থুলতা জনিত সমস্যার সমাধান হয়। সফেদা ফলের স্নায়ু শান্ত এবং মানসিক চাপ উপশম করার ক্ষমতা রয়েছে। ডাক্তাররা অনেকেই অনিদ্রা,উদ্বেগ এবং বিষণ্নতা রোগে ভুগছেন এমন ব্যক্তিকে সফেদা ফল খেতে বলেন। এতে রয়েছে ভিটামিন এ ও সি যা ত্বকে সুন্দর ও উজ্জ্বল করতে সহায়তা করে। আরও রয়েছে ভিটামিন ই যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বককে কোমল করে তোলে।ভিটামিন এ রাতকানা প্রতিরোধ করে।
সফেদা আমরা অনেকেই চিনি। এটি একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল। স্বাদের দিক দিয়ে এটি আম কিংবা কলার মতই পরিচিত। কিন্তু আমরা অনেকেই এই অতি সুস্বাদু ফলটির পুষ্টিগুণ জানি না। সফেদায় আছে অনেক ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ট্যানিন যা আমাদের দেহের জন্য অত্যন্ত কার্যকরী। সফেদা ফলটি শুধুমাত্র এর স্বাদ ও গন্ধের জন্যই সমাদৃত নয়।
স্বাস্থ্য ও সৌন্দর্য উপকারিতা।
সফেদায় আছে ফাইবার, পলিফেনলিক যৌগ ও ভিটামিন সি যা আমদের দেহকে নীরোগ রাখতে সহায়তা করে। আসুন দেখে নেয়া যাক অনেক গুণ সম্পন্ন সফেদার কিছু স্বাস্থ্য উপকারিতা।
১) সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে।
২) সফেদা কনজেশন এবং কাশি থেকে উপশম করতে সাহায্য করে।
৩) সফেদা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। প্রদাহজনক সমস্যা সমাধানে সমাধান করে। অর্থাত গ্যাসট্রিটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
৪) সফেদায় বিদ্যমান ভিটামিন এ চোখের সুরক্ষায় কাজ করে। রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
৫) সফেদা ওজন কমাতে সাহায্য করে। সফেদা নিয়মিত খেলে স্থুলতা জনিত সমস্যার সমাধান হয়।
৬) সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ যা আমাদের শক্তি প্রদান করে।
৭) শুধুমাত্র সফেদা ফল নয়। সফেদা গাছের পাতারও ঔষধি গুণ রয়েছে। সফেদা গাছের পাতা ছেঁচে সদ্য ক্ষত হওয়া স্থানে দিলে দ্রুত রক্তপাত বন্ধ হয়।
৮) সফেদা ডায়রিয়া বিরোধী উপাদান হিসেবে কাজ করে ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হাত থেকে দেহকে রক্ষা করে।
৯) সফেদা ফলের স্নায়ু শান্ত এবং মানসিক চাপ উপশম করার ক্ষমতা রয়েছে। ডাক্তাররা অনেকেই অনিদ্রা , উদ্বেগ এবং বিষণ্নতা রোগে ভুগছেন এমন ব্যক্তিকে সফেদা ফল খেতে বলেন। এতে অনিদ্রা , উদ্বেগ এবং বিষণ্নতা রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
সৌন্দর্য চর্চায় সফেদা
সফেদা ফলের মধ্যে আছে অনেক ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্টসমূহ যা আমাদের একটি সুস্থ এবং উজ্জ্বল ত্বক পেতে অনেক সাহায্য করে। জেনে নিন সফেদার কিছু সৌন্দর্য উপকারিতা।
১০) সফেদায় রয়েছে ভিটামিন এ ও সি যা ত্বকে সুন্দর ও উজ্জ্বল করতে সহায়তা করে।সফেদা ফলে আরও রয়েছে ভিটামিন ই যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বককে কোমল করে তোলে।
১১) সফেদা চামড়ায় ছত্রাকের আক্রমণ রোধে বিশেষ উপযোগী। এছাড়াও ত্বকে ভাইরাস জনিত গোটা উঠা রোগেরও সমাধান সফেদা ফল।
১২) সফেদা ফলের বীজের ঔষুধি গুণাগুণ অনেক বেশি। চামড়ার যে কোন ধরণের ইনফেকশন দূর করতে সফেদা বীজের তেল বেশ কার্যকর। সফেদা ফল ত্বকের অয়েন্টমেন্ট হিসেবে কাজ করে।
১) সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে।
২) সফেদা কনজেশন এবং কাশি থেকে উপশম করতে সাহায্য করে।
৩) সফেদা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। প্রদাহজনক সমস্যা সমাধানে সমাধান করে। অর্থাত গ্যাসট্রিটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
৪) সফেদায় বিদ্যমান ভিটামিন এ চোখের সুরক্ষায় কাজ করে। রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
৫) সফেদা ওজন কমাতে সাহায্য করে। সফেদা নিয়মিত খেলে স্থুলতা জনিত সমস্যার সমাধান হয়।
৬) সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ যা আমাদের শক্তি প্রদান করে।
৭) শুধুমাত্র সফেদা ফল নয়। সফেদা গাছের পাতারও ঔষধি গুণ রয়েছে। সফেদা গাছের পাতা ছেঁচে সদ্য ক্ষত হওয়া স্থানে দিলে দ্রুত রক্তপাত বন্ধ হয়।
৮) সফেদা ডায়রিয়া বিরোধী উপাদান হিসেবে কাজ করে ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হাত থেকে দেহকে রক্ষা করে।
৯) সফেদা ফলের স্নায়ু শান্ত এবং মানসিক চাপ উপশম করার ক্ষমতা রয়েছে। ডাক্তাররা অনেকেই অনিদ্রা , উদ্বেগ এবং বিষণ্নতা রোগে ভুগছেন এমন ব্যক্তিকে সফেদা ফল খেতে বলেন। এতে অনিদ্রা , উদ্বেগ এবং বিষণ্নতা রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
সৌন্দর্য চর্চায় সফেদা
সফেদা ফলের মধ্যে আছে অনেক ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্টসমূহ যা আমাদের একটি সুস্থ এবং উজ্জ্বল ত্বক পেতে অনেক সাহায্য করে। জেনে নিন সফেদার কিছু সৌন্দর্য উপকারিতা।
১০) সফেদায় রয়েছে ভিটামিন এ ও সি যা ত্বকে সুন্দর ও উজ্জ্বল করতে সহায়তা করে।সফেদা ফলে আরও রয়েছে ভিটামিন ই যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বককে কোমল করে তোলে।
১১) সফেদা চামড়ায় ছত্রাকের আক্রমণ রোধে বিশেষ উপযোগী। এছাড়াও ত্বকে ভাইরাস জনিত গোটা উঠা রোগেরও সমাধান সফেদা ফল।
১২) সফেদা ফলের বীজের ঔষুধি গুণাগুণ অনেক বেশি। চামড়ার যে কোন ধরণের ইনফেকশন দূর করতে সফেদা বীজের তেল বেশ কার্যকর। সফেদা ফল ত্বকের অয়েন্টমেন্ট হিসেবে কাজ করে।
Sapota
The heady sweet aroma of sapota is unmistakable, with its fleshy brown skin and grainy sweetness in the inside. It's quite easy to either love the sapota or hate it. But taking the middle path, we're not quite sure.We have something to thank the Spanish for. Had it not been for them, the chickoo, chikoo or sapota would have perhaps never come to India. With its roots in Mexico, Easter Guatemala and Belize (on the eastern coast of central America), the Colonisers took it to the Philippines from where it travelled to the rest of Asia, making its way into India only in the late nineteenth century.
In India, the sapota is grown in many states - Karnataka, Gujarat, Maharashtra, Tamil Nadu, West Bengal and Andhra Pradesh. Incidentally, Karnataka is known to be the highest grower of the fruit, followed by Maharashtra. The varieties of sapota in India have funny names - Kali Patli, cricket ball, Baramati, Pili Patli, Dwarapudi, Chhatri and so on. Now while the fruit isn't really cooked, or even used in salads (except for maybe fruit salads), probably due its supremely dominating flavours, the sapota can be blended into milk or yogurt and had as a smoothie. Or you could make a jam out of it too. There are quite a few interesting recipes out there, from chickoo halwa, kheer, to even barfis. Honestly, the best way to eat this fruit is by itself.
I remember one of my aunts lecturing me once about how it's important to consume seasonal fruits. "There's a reason why mangoes and sapotas come out during this time. It has benefits, so don't ignore them," she would say.
And she was right. While none of us cared about the health benefits of the fruit while growing up, it's important to know why you should eat a few sapotas every time it's in season.
Here are good reasons:
1. Rich in Vitamin A and C
Did you know that? A sapota a day might just keep the eye doctor away. Okay maybe we are exaggerating a bit, but the vitamin A does keep our eyes healthy, and you might see the benefits of it when you're a lot older. And as for vitamin C, its benefits are best known. It keeps your immunity strong, skin in good condition, kills free radicals, prevents heart disorders etc.
2. Energy Provider
The natural fructose and sucrose content in sapota can give your body a lot of energy. So if you have a busy day ahead, grab a sapota before you leave home for an energy boost.
3. Anti-Inflammatory
Sapota has a high content of tannin, which in turn works as a natural anti-inflammatory. Again, eat regularly to see results.
4. Helps in Digestion
It keeps your digestive system in check, and prevents a condition that bothers urban India a lot - irritable bowel syndrome (IBS). And the dietary fibers make the sapota a laxative, therefore helping to fix constipation problems.
5. Source of Antioxidants
Apart from being rich in dietary fiber, vitamins A and B, and C, the sapota is also packed with anti-oxidants. And therefore, it's reported to prevent certain types of cancer such as oral cavity cancer.
6. Good for the Bones
Did you know that this delicious fruit is rich in calcium, phosphorus, and iron, and therefore keeps your bones strong? If you've eaten the sapota regularly, you might not need supplementary pills later in life. It is a good source of minerals like iron, folates, calcium, magnesium, potassium, zinc, copper, phosphorous, selenium etc which are very essential for facilitating various body functions including proper bone growth.
7. Controls Blood Pressure
The magnesium in sapota keeps the blood vessels up and running, and the potassium regulates blood pressure and circulation. It's also good to treat anaemia with, as it's also rich in iron.
blood pressure
8. Good for Moms-to-Be
Packed with electrolytes, Vitamin A and carbohydrates, sapotas are good for expecting, and even lactating mothers. If you're pregnant, a sapota can help to deal with morning sickness and dizziness. And because it helps in the production of collagen too, it keeps stomach related disorders at bay.
9. Controls Weight
If you're on a diet, a sapota might work to rid your body of water retention. It regularises your metabolism, and works to your advantage if you're trying to lose weight.
10. Beauty Benefits
Eating the sapota regularly helps to remove toxins from your body, and is thus great for your skin and hair; it keeps them healthy and moisturised. However, eat it for better results, instead of putting it on your face or in your hair, unless you're doing it every day. In fact the sapota is known as a 'happy' food; it helps promote the production of collagen, and prevents the growth of deep wrinkles. You'll thank it later when you're order.
No comments:
Post a Comment