digifluxx

beta

Monday, 16 December 2019

কলা/Banana, কলার জাদুকরী স্বাস্থ্য গুণ! Good Reasons to Eat a Banana


কলা/Banana
কলা
কলা হজমে সহায়তা করে এবং পেট ফাঁপা সমস্যা সমাধান করে। এছাড়াও কলা পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সহায়তা করে। যারা নিয়মিত বুক জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন তাঁরা প্রতিদিন একটি করে কলা খান ভরা পেটে। দ্রুত নিরাময় হবে। ধূমপান ছাড়তে হলে বেশি করে কলা খান। কারণ কলায় উপস্থিত ভিটামিন বি৬, বি১২, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে। বিষণ্ণতা দূর করতে কলা অত্যন্ত উপকারী।
কলা বিশ্বব্যাপি জনপ্রিয় একটি ফল। মিষ্টি স্বাদের এই ফলটি বেশ সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। কলা শরীরে শক্তি যোগায় এবং বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে সহায়তা করে। প্রতি ১০০ গ্রাম পরিমাণ কলায় আছে ১১৬ ক্যালোরি, ক্যালসিয়াম ৮৫মি.গ্রা., আয়রন ০.৬মি.গ্রা. , অল্প ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স ৮মি.গ্রা., ফসফরাস ৫০মি.গ্রা.,পানি ৭০.১%, প্রোটিন ১.২%, ফ্যাট/চর্বি ০.৩%, খনিজ লবণ ০.৮%, আঁশ ০.৪%,শর্করা ৭.২%।
স্বাস্থ্য উপকারিতা
কলায় প্রচুর পরিমাণে ক্যালোরী আছে। তাই মাত্র একটি কলা খেলেই অনেক সময় পর্যন্ত সেটা শরীরে শক্তি যোগায়।
অতিরিক্ত জ্বর কিংবা হঠাত ওজন কমে গেলে শরীর দূর্বল হয়ে যায়। এসময়ে কলা খেলে শরীরে শক্তির সঞ্চার হবে এবং তাড়াতাড়ি দূর্বলতা কেটে যাবে।
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তাই হাড়ের স্বাস্থ্যের জন্য কলা একটি উপকারী ফল।
কলা অ্যান্টাসিডের মত কাজ করে। অর্থাত কলা হজমে সহায়তা করে এবং পেট ফাঁপা সমস্যা সমাধান করে। এছাড়াও কলা পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সহায়তা করে।
কলায় প্রচুর আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন উতপাদনে সাহায্য করে। ফলে যারা রক্ত শূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটি ফল।
যারা নিয়মিত বুক জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন তাঁরা প্রতিদিন একটি করে কলা খান ভরা পেটে। কলা বুক জ্বালা পোড়া কমায় এবং পাকস্থলীতে ক্ষতিকর এসিড হতে দেয় না।
প্রায় দুই মিনিট ধরে কলার খোসা দাঁতের উপর ঘষলে এটি দাঁতের উপরে থাকা ময়লা ও দাগ দূর করে দাঁতকে সাদা করে তুলবে। মিনারেলে ভরপুর কলার খোসা দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে পারে।
ডায়রিয়া হলে শরীরে পানি শূন্যতা হয়ে যায় এবং শরীর থেকে প্রয়োজনীয় পটাশিয়াম বের হয়ে যায়। এসময়ে কলা খেলে শরীরের পটাশিয়ামের অভাব দূর হবে এবং হার্টের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে না।
কলায় ফ্যাটি এসিডের চেইন আছে যা ত্বকের কোষের জন্য ভালো এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়াও এই ফ্যাটি এসিড চেইন পুষ্টি গ্রহণ করতেও সাহায্য করে।
কলা মন ভালো করে দেয়। কলায় ট্রাইপটোফ্যান আছে যা সেরোটনিনে রূপান্তরিত হয়ে মন ভালো করে দিতে সাহায্য করে।
কলায় প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভালো। স্ট্রোক প্রতিরোধের জন্যেও কলা উপকারী।
ধূমপান ছাড়তে হলে বেশি করে কলা খান। কারণ কলায় উপস্থিত ভিটামিন বি৬, বি১২, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে।

Bananas

What goodness is in a banana? Other than being rich in vitamin B6, bananas are a good source of vitamin C, dietary fibre and manganese. W​hat do these mean for your health? The Dietetics Department at Tiong Bahru Community Health Centre explains.​
6 Good Reasons to Eat a Banana Today
​BANANAS are not only rich in vitamins and fibre, but are also fat-free and cholesterol-free.
Ever wondered what goodness is in a banana? Other than being rich in vitamin B6, bananas are a good source of vitamin C, dietary fibre and manganese. Bananas are also fat-free, cholesterol-free and virtually sodium-free. So what do these mean for your health?
Ms Peggy Tan, Dietitian, Tion​​g Bahru C​ommunity Health Centre, a member of the SingHealth group, explains why bananas are good for you and when you should eat them.
Health benefits of bananas
​​1. ​Bananas are one of the best fruit sources of vitamin B6​
Vitamin B6 from bananas is easily absorbed by your body and a medium-sized banana can provide about a quarter of your daily vitamin B6 needs.
Vitamin B6 helps your body:
produce red blood cells,
metabolise carbohydrates and fats, turning them into energy,
metabolise amino acids,
remove unwanted chemicals from your liver and kidneys, and
maintain a healthy nervous system.
Vitamin B6 is also good for pregnant women as it helps meet their baby’s development needs.
2. Bananas are respectable sources of vitamin C
You may not associate bananas with vitamin C but a medium-sized banana will provide about 10% of your daily vitamin C needs.
Vitamin C helps:
protect your body against cell and tissue damage,
your body absorb iron better,
your body produce collagen - the protein which holds your skin, bones and body together, and
support brain health by producing serotonin, a hormone that affects our sleep cycle, moods, and experiences of stress a​nd pain.
3. Manganese in bananas is good for your skin
One medium-sized banana provides approximately 13% of your daily manganese needs. Manganese helps your body make collagen and protects your skin and other cells against free radical damage.
4. Potassium in bananas is good for your heart health and blood pressure
A medium-sized banana will provide around 320-400 mg of potassium, which meets about 10% of your daily potassium needs.
Potassium helps your body maintain a healthy heart and blood pressure. In addition, bananas are low in sodium. The low sodium and high potassium combination helps to control high blood pressure.
5. Bananas can aid digestion and help beat gastrointestinal issues
A medium banana will provide about 10-12% of your daily fibre needs. Singapore’s Health Promotion Board recommends a daily dietary fibre intake of 20g for women and 26g for men.
Soluble and insoluble fibres play an important role in your health. Soluble fibre helps your body control your blood sugar level and get rid of fatty substances such as cholesterol. Insoluble fibre adds weight and softness to stools, making it easier for you to have regular bowel movements. This helps to keep your gut healthy and safe from harmful bacteria.
Bananas, especially newly-ripened ones, contain starch that does not digest (resistant starch) in your small intestine and is able to pass into the large intestine. Such bananas help you manage your weight better as you stay full for longer.
That said, bananas can help you beat gastrointestinal issues such as:
constipation,
stomach ulcers, and
heartburn
6. Bananas give you energy – minus the fats and cholesterol​
Bananas contain three natural sugars – sucrose, fructose and glucose – giving you a fat and cholesterol-free source of energy. As such, bananas are ideal, especially for children and athletes, for breakfast, as a midday snack or before and after sports.


No comments:

Post a Comment