digifluxx

beta

Monday, 16 December 2019

শসা/Cucumber, ১৪ কারণে শসা খাবেন/Health Benefits of Eating Cucumber

শসা/Cucumber
সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে ৪ নম্বরে রয়েছে যে সবজিটি, সেটি হলো শসা। শসার রয়েছে হরেক গুণ। রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণসহ নানা উপযোগিতা আছে এই সহজলভ্য সবজির।
দেহের পানিশূন্যতা দূর করে
ধরুন আপনি এমন কোথাও আছেন, যেখানে হাতের কাছে পানি নেই, কিন্তু শসা আছে। বড়সড় একটা শসা চিবিয়ে খেয়ে নিন। পিপাসা মিটে যাবে। আপনি হয়ে উঠবেন চনমনে।কারণ, শসার ৯০ শতাংশই পানি।
দেহের ভেতর-বাইরের তাপ শোষক
কখনো কখনো আপনি শরীরের ভেতর-বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন। দেহে জ্বালাপোড়া শুরু হয়। এ অবস্থায় একটি শসা খেয়ে নিন।এ ছাড়া সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব করলে শসা কেটে ত্বকে ঘষে নিন। নিশ্চিত ফল পাবেন।
বিষাক্ততা দূর করে
শসার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাটার মতো কাজ করে। নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়।
প্রাত্যহিক ভিটামিনের শূন্যতা পূরণ করে
প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয়, তার বেশির ভাগই শসার মধ্যে বিদ্যমান। ভিটামিন এ, বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়। সবুজ শাক ও গাজরের সঙ্গে শসা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে।
ত্বকবান্ধব খনিজের সরবরাহকারী
শসায় উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে, যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে। এ জন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শসা ব্যবহার করা হয়।
হজম ও ওজনহ্রাসে সহায়ক
শসায় উচ্চমাত্রায় পানি ও নিম্নমাত্রার ক্যালরিযুক্ত উপাদান রয়েছে। ফলে যাঁরা দেহের ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা আদর্শ টনিক হিসেবে কাজ করবে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা স্যুপ ও সালাদে বেশি বেশি শসা ব্যবহার করবেন। কাঁচা শসা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদি কোষ্ঠ-কাঠিন্য দূর হয়।
চোখের জ্যোতি বাড়ায়
সৌন্দর্যচর্চার অংশ হিসেবে অনেকে শসা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন।এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয়, তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে।চোখের প্রদাহপ্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে।
ক্যানসার প্রতিরোধে কাজ করে
শসায় সিকোইসোলারিসিরেসিনোল, ল্যারিসিরেসিনোল ও পিনোরেসিনোল—এ তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে। জরায়ু, স্তন ও মূত্রগ্রন্থিসহ বিভিন্ন স্থানে ক্যানসার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে
ডায়াবেটিস থেকে মুক্তি দেয়, কোলস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
মুখ পরিষ্কার রাখে
দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মাড়ির চিকিতসায় শসা দারুণ কাজ করে। গোল করে কাটা এক স্লাইস শসা জিহ্বার ওপরে রেখে সেটি টাকরার সঙ্গে চাপ দিয়ে আধা মিনিট রাখুন। শসার সাইটোকেমিক্যাল এর মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখের জীবাণু ধ্বংস করবে। সজীব হয়ে উঠবে আপনার নিঃশ্বাস।
চুল ও নখ সতেজ করে
শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে। এ ছাড়া শসার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
গেঁটেবাত থেকে মুক্তি
শসায় প্রচুর পরিমাণে সিলিকা আছে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে। এতে গেঁটেবাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
মাথাধরা থেকে নিষ্কৃতি
ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে। শরীর ম্যাজম্যাজ করে। শসায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে। তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শসা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না।
কিডনি সুস্থ রাখে
শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শসা। এতে কিডনি থাকে সুস্থ ও সতেজ।

Cucumber

Though commonly thought to be a vegetable, cucumber is actually a fruit.
It's high in beneficial nutrients, as well as certain plant compounds and antioxidants that may help treat and even prevent some conditions.
Also, cucumbers are low in calories and contain a good amount of water and soluble fiber, making them ideal for promoting hydration and aiding in weight loss.
This article takes a closer look at some of the top health benefits of eating cucumber.
1. It's High in Nutrients
Cucumbers are low in calories but high in many important vitamins and minerals.
One 11-ounce (300-gram) unpeeled, raw cucumber contains the following:
Calories: 45
Total fat: 0 grams
Carbs: 11 grams
Protein: 2 grams
Fiber: 2 grams
Vitamin C: 14% of the RDI
Vitamin K: 62% of the RDI
Magnesium: 10% of the RDI
Potassium: 13% of the RDI
Manganese: 12% of the RDI
Although, the typical serving size is about one-third of a cucumber, so eating a standard portion would provide about one-third of the nutrients above.
Additionally, cucumbers have a high water content. In fact, cucumbers are made up of about 96% water.
To maximize their nutrient content, cucumbers should be eaten unpeeled. Peeling them reduces the amount of fiber, as well as certain vitamins and minerals.
2. It Contains Antioxidants
Antioxidants are molecules that block oxidation, a chemical reaction that forms highly reactive atoms with unpaired electrons known as free radicals.
The accumulation of these harmful free radicals can lead to several types of chronic illness.
In fact, oxidative stress caused by free radicals has been associated with cancer and heart, lung and autoimmune disease.
Fruits and vegetables, including cucumbers, are especially rich in beneficial antioxidants that may reduce the risk of these conditions.
One study measured the antioxidant power of cucumber by supplementing 30 older adults with cucumber powder.
At the end of the 30-day study, cucumber powder caused a significant increase in several markers of antioxidant activity and improved antioxidant status.
However, it's important to note that the cucumber powder used in this study likely contained a greater dose of antioxidants than you would consume in a typical serving of cucumber.
Another test-tube study investigated the antioxidant properties of cucumbers and found that they contain flavonoids and tannins, which are two groups of compounds that are especially effective at blocking harmful free radicals.
3. It Promotes Hydration
Water is crucial to your body's function, playing numerous important roles.
It is involved in processes like temperature regulation and the transportation of waste products and nutrients.
In fact, proper hydration can affect everything from physical performance to metabolism.
While you meet the majority of your fluid needs by drinking water or other liquids, some people may get as much as 40% of their total water intake from food.
Fruits and vegetables, in particular, can be a good source of water in your diet.
In one study, hydration status was assessed and diet records were collected for 442 children. They found that increased fruit and vegetable intake was associated with improvements in hydration status.
Because cucumbers are composed of about 96% water, they are especially effective at promoting hydration and can help you meet your daily fluid needs.
4. It May Aid in Weight Loss
Cucumbers could potentially help you lose weight in a few different ways.
First of all, they are low in calories.
Each one-cup (104-gram) serving contains just 16 calories, while an entire 11-ounce (300-gram) cucumber contains only 45 calories.
This means that you can eat plenty of cucumbers without packing on the extra calories that lead to weight gain.
Cucumbers can add freshness and flavor to salads, sandwiches and side dishes and may also be used as a replacement for higher calorie alternatives.
Furthermore, the high water content of cucumbers could aid in weight loss as well.
One analysis looked at 13 studies including 3,628 people and found that eating foods with high water and low calorie contents was associated with a significant decrease in body weight.
5. It May Lower Blood Sugar
Several animal and test-tube studies have found that cucumbers may help reduce blood sugar levels and prevent some complications of diabetes.
One animal study examined the effects of various plants on blood sugar. Cucumbers were shown to effectively reduce and control blood sugar levels.
Another animal study induced diabetes in mice and then supplemented them with cucumber peel extract. Cucumber peel reversed most of the diabetes-associated changes and caused a decrease in blood sugar.
In addition, one test-tube study found that cucumbers may be effective at reducing oxidative stress and preventing diabetes-related complications.
However, the current evidence is limited to test-tube and animal studies. Further research is needed to determine how cucumbers may affect blood sugar in humans.
6. It Could Promote Regularity
Eating cucumbers may help support regular bowel movements.
Dehydration is a major risk factor for constipation, as it can alter your water balance and make the passage of stool difficult.
Cucumbers are high in water and promote hydration. Staying hydrated can improve stool consistency, prevent constipation and help maintain regularity.
Moreover, cucumbers contain fiber, which helps regulate bowel movements.
In particular, pectin, the type of soluble fiber found in cucumbers, can help increase bowel movement frequency.
One study had 80 participants supplement with pectin. It found that pectin sped up the movement of the intestinal muscles, all while feeding the beneficial bacteria in the gut that improve digestive health.
7. Easy to Add to Your Diet
Mild with a distinctly crisp and refreshing flavor, cucumbers are commonly enjoyed fresh or pickled in everything from salads to sandwiches.
Cucumbers are also often eaten raw as a low-calorie snack or can be paired with hummus, olive oil, salt or salad dressing to add a bit more flavor.
With just a bit of creativity, cucumbers can be enjoyed in many ways.
Here are a few recipes to help incorporate cucumbers into your diet:
Baked Cucumber Chips
Quick Pickled Cucumbers
Thai Cucumber Salad
Strawberry, Lime, Cucumber and Mint-Infused Water
Cucumber and Mint Sorbet
Cucumber Goat Cheese Grilled Cheese



No comments:

Post a Comment