digifluxx

beta

Friday, 29 November 2019

মূলা/Radish, মুলা খেলে উপকার মিলবে/Health Benefits of Radish: The Power Source of Potassium, Vitamin C and Fiber

মূলা/Radish
 শীত মানেই জীবাণুদের আড্ডা। আর আমাদের আশেপাশে জীবাণুদের সংখ্যা বাড়বে মানে শরীর খারাপ তো হবেই হবে। আর ঠিক এই কারণেই গরম ভাতের সঙ্গে মুলা তরকারি থাকা চাইই চাই!
আসলে এই সবজিটিতে উপস্থিত ফলেট, ফাইবার, রাইবোফ্লবেন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম দেহে প্রবেশ করার পর ভেতর এবং বাইরে থেকে শরীরকে এতটাই চাঙ্গা করে তোলে যে ক্ষতিকর জাবীণুদের মারে কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। সেই সঙ্গে আরও অনেক শারীরিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন-
হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে
এই সবজিটিতে উপস্থিত ‘অ্যান্থোসায়ানিন’ নামক একটি উপাদান, শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে হার্টের ক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। ফলে কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে।
রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে
মুলায় রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে, তারা রোজের ডায়েটে মুলাকে জায়গা করে দিতে ভুলবেন না যেন!
ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
একাধিক স্টাডিতে এ কথা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত মুলার রস খাওয়া শুরু করলে শরীরে ভিটামিন সি, জিঙ্ক এবং ফসফরাসের মাত্রা এতটা বৃদ্ধি পায় যে এদের প্রভাবে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, তেমনি একাধিক ত্বকের রোগও ধারে কাছে ঘেঁষতে পারে না। প্রসঙ্গত, মুলার পেস্ট মুখে লাগালেও কিন্তু সমানউপকার পাওয়া যায়।
ইমিউনিটির উন্নতি ঘটে
মুলা এবং তার পাতায় উপস্থিত আয়রন এবং ফসফরাস শরীরে প্রবেশ করার পর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তলে যে কোনও রোগই ধারে কাছে আসতে পারে না। সেই সঙ্গে শারীরিক ক্লান্তিও দূরে পালায়।
কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমায়
আপনি কি কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যায় ভুগছেন? তাহলে তো মুলার রস আপনার রোজের সঙ্গী হওয়া উচিত। আসলে এতে উপস্থিত বেশ কিছু কার্যকরি উপাদান হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি বাইলের প্রবাহ যাতে ঠিক মতো হয় সে দিকেও খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই কনস্টিপেশনের প্রকোপ কমতে শুরু করে।
ভিটামিনের ঘাটতি দূর হয়
একাধিক স্টাডিতে দেখা গেছে, নিয়মিত মুলার পাতা খাওয়া শুরু করলে দেহের ভিতরে নানাবিধ ভিটামিনের পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনি আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের ঘাটতিও দূর হয়। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।
ক্ষতিকর টক্সিক উপাদানেরা বেরিয়ে যায়
ব্লাডার, কিডনি, প্রস্টেট এবং ডাইজেস্টিভ ট্র্যাকে জমে থাকা ক্ষতিকর উপাদানদের শরীর থেকে বের করে এই অঙ্গ-প্রত্যঙ্গগুলোর কর্মক্ষমতা বাড়াতে মুলার কোনও বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, শরীরের কোণায় কোণায় জমে থাকা টক্সিক উপাদানদের ক্ষতি করার আগে তাদের কডনির মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার কাজটাও করে থাকে মুলার রস। প্রসঙ্গত, শরীর যত টক্সিক মুক্ত থাকবে, তত স্কিনের ঔজ্জ্বলতা বাড়বে। সেই সঙ্গে শরীর এবং মন চাঙ্গা এবং রোগ মুক্ত থাকবে।
শরীরে ভিতরে প্রদাহের মাত্রা কমে
প্রচুর মাত্রায় অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় প্রতিদিন যদি মুলার রস খাওয়া যায়, তাহলে দেহের ভিতরে চোট-আঘাতের কারণে হওয়া জ্বালা-যন্ত্রণা কমতে শুরু করে। সেই সঙ্গে ইউরিনারি ট্রাক্ট ইনফ্লেমেশন এবং কিডনির প্রদাহও কমে। প্রসঙ্গত, সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে কিডনি স্টোনের আশঙ্কা কমাতেও মুলার রস নানাভাবে সাহায্য করে থাকে।
অ্যাজমার চিকিতসায় কাজে আসে
শ্বাস কষ্ট, সেই সঙ্গে হাঁচি-কাশিতে একেবারে জর্জরিত হয়ে পরেছেন? ফিকার নট! আজ থেকেই মুলার রস খাওয়া শুরু করুন। দেখবেন কষ্ট কমে যাবে। আসলে মুলার রস, লাং-এ জমতে থাকা মিউকাসের দেওয়ালকে ভেঙে দেয়। ফলে অল্প দিনেই অ্যাস্থেমার প্রকোপ কমতে শুরু করে। এখানেই শেষ নয়, বমি ভাব, গলার ব্যথা এবং মাথা ঘোরার মতো সমস্যা কমাতেও এই প্রকৃতিক উপাদানটি সাহায্য করে।
ক্যানসারের মতো মারণ রোগ দূরে পালায়
বর্তমান যা পরিস্থিতি তাতে শরীরকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। আর এই কাজে আপনাকে ব্যাপকভাবে সাহায্য় করতে পারে মুলা। কীভাবে? আসলে মুলার রসে উপস্থিত অ্যান্থোসায়ানিন এবং ভিটামিন সি শরীরের ভিতরে ক্যানসার সেলেরে জন্ম এবং বৃদ্ধির আটকায়। বিশেষত কোলন, ইন্টেস্টিনাল,স্টমাক এবং কিডনি ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে এই পানীয়টি দারুনভাবে কাজে আসে।
সূত্র: বোল্ডস্কাই
Radish
Have you ever been conned to eat something you despise, and then actually grown to like it? My list is, or rather used to be, fairly long. And somewhere right on top was radish, or rather the humble mooli. It would take serious coercion to get me to eat it irrelevant of the various ways it was camouflaged - in a curry, parathas, dal, or even a salad.
Incidentally, there are various kinds of radishes with some growing in spring and summer, and some in winter. Daikon, the white variety most commonly found in India, is a spring-summer vegetable. The other varieties available in the country are the pink, and sometimes even the black. Now even though not everyone likes radish, it comes with a host of health benefits.
For instance, radish actually helps to cleanse our liver and stomach, thus detoxifying it; black radish and its leaves have been used for the longest time to treat jaundice because it can get rid of excess bilirubin. And because of that particular property, it also helps to purify our blood. They keep hypothyroidism in check too, thanks to its sulphur content.
radish-daikon
Let's take a look at some of the other benefits of this root vegetable:
1. Saves those RBCs: Radish is known to control damage to our red blood cells, and in the process also increases oxygen supply to the blood.
2. High on Fiber: If you eat it as part of your daily salad intake, without going overboard of course, radish also provides your system with ample roughage and fibers, therefore improving your digestion. It also regulates bile production, safeguards your liver and the gall bladder, and is great for taking care of water retention.
3. Guards the Heart: Radishes are a good source for anthocyanins that keep our hearts functioning properly, reducing the risk of cardiovascular diseases. Plus they are high on vitamin C, folic acid, and flavonoids too.
4. Controls Blood Pressure: Radish also provides your body with potassium, which can help lower your blood pressure, and keep your blood flow in control, especially if you are known to suffer from hypertension. According to Ayurveda, radish is believed to have a cooling effect on the blood.
5. Improves Immunity: Given that the radish has high vitamin C, it can protect you from common cold and cough, and improve your basic immunity system. But you must consume it regularly. It also controls the development of harmful free radicals, inflammation and early ageing.
6. Fortifies Blood Vessels: Now this is important - radish plays an important role in the generation of collagen, which in turn boosts our blood vessels and decreases our chances of getting atherosclerosis.
7. Metabolism-Friendly: This root vegetable is not only good for your digestive system, but it also helps to fix acidity, obesity, gastric problems, and nausea, among others.
8. High on Nutrients: Red radishes are packed with Vitamins E, A, C, B6, and K. Plus it's high on antioxidants, fiber, zinc, potassium, phosphorous, magnesium, copper, calcium, iron and manganese. And each of these is known to keep our body in good working condition.
9. Good for the Skin: If you drink radish juice every day, you're giving your skin special boosters to stay healthy, and that's mostly because of the Vitamin C, zinc, and phosphorus. Plus it also keeps dryness, acne, pimples, and rashes at bay. Plus you can use radish paste to cleanse your face. And if you apply it on your hair, it helps to remove dandruff, prevent hair loss, and strengthens the root too.
10. Good for Hydration: If you tend to eat radish a little more in summer, it's probably because it keeps the body hydrated because of its high water content.
purple radish
Cooking with Radish
Now if you thought there is only so much you could do with radish, you'd be wrong. Apart from slicing it really thin, almost like Carpaccio if you can, and serving it with salad, there are plenty of other ways to maximise this vegetable. From making chutneys (such as the famous mullangi pachadi, a famous Andhra chutney) and curries or a poriyal, to using it to stuff parathas, or even adding it to raita - the options are aplenty.
For instance, you can make slices of radish, mash avocado, and use generous smears of goat cheese and use it to fill delicious multigrain bread slices for a quick sandwich - the bite of the radish, and the subtle flavours from the avocado can be a good pairing. Plus there's always cheese to add to the taste. You can also make a delicious radish soup, in case you need something comforting. It requires a bit of work, but the end result is quite tasty. And this is just the beginning. 
radish salad
Disclaimer:
COMMENTS: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

No comments:

Post a Comment