digifluxx

beta

Saturday 30 November 2019

তিসির তেল/Linseed/Flaxseed, তিসির তেলের পুষ্টি-গুণ/Benefits of Flaxseed/Linseed Oil — Plus How to Use It

তিসি একপ্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ।  ইংরেজিতে যার বৈজ্ঞানিক নাম Linum Usitatissimum। মূলত শস্য বীজ হিসেবে তিসির চাষ করা হয় আমাদের দেশে। ফাল্গুন ও চৈত্র মাসে এই ফসল ঘরে তোলা হয়।
তিসি বীজ গাছের প্রতিটি অংশ আমাদের কাজে লাগে। যেমনঃ তিসির গাছের বাকল বা আঁশ থেকে আমরা লিনেন জাতীয় কাপড় তৈরি করি। তিসির ফুল দিয়ে নানা রকম ঔষুধি কাজে ব্যবহার করা হয়।   তিসির ফল মানে তিসির বীজ থেকে আমরা তিসির তেল পেয়ে থাকি। সুতরাং তিসির প্রতিটি অংশ আমাদের জন্য প্রয়োজনীয়।
তিসির তেল
তিসির তেল ১০০০ বছর আগে থেকে মানুষ ব্যবহার করে আসছে। বলা যায়, মানুষের আদিম সভ্যতার শুরু সময় থেকে তিসির তেলের ব্যবহার শুরু হয় এবং তা এখনও বিদ্যমান আছে।
মূলত ইউরোপের দেশ গুলোতে তিসির তেলের ব্যবহার অধিক ছিল।পরর্বতীতে তা এশিয়ার দেশ গুলোতে প্রসারিত হয়। বর্তমান সময়ে বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়ায়  সারা বিশ্বের মানুষের কাছে পৌছে যাচ্ছে খুব সহজেই।
তিসির তেলের পুষ্টি-গুণ
তিসির বীজ থেকে তিসির তেলের পুষ্টি একই নয়। যেমনঃ তিসির বীজ থেকে আমরা ফাইবার ও জিংক পেয়ে থাকি। তিসির তেলে তা নেই।
তিসির তেলের মূল পুষ্টি-গুণ হচ্ছে ওমেগা ফ্যাটি -৩ এসিড। যা আমরা সাধারণত মাছের তেল থেকে পেয়ে থাকি। এছাড়া আরও রয়েছে ALA( alpha linolenic acid), DHA, EPH এসিড, এন্টিঅক্সিডেন্ট, বিটা – ক্যারটিন, ভিটামিন -ই, কে, ফ্যাটি এসিড, লিপিড।
উপরোক্ত এসিড সমূহ প্রতিদিন একজন র্পূর্ণ বয়স্ক মানুষের ১১০০ মিলি গ্রাম প্রয়োজন হয়।
দৈনিক এক চা-চামচ তিসির তেল সেবন করার মাধ্যমে আপনি পাবেন
*১২০ ক্যালরি
*০.০১  গ্রাম প্রোটিন
*১৩.৬ গ্রাম ফ্যাট
*৭.৬ গ্রাম ওমেগা -৩ ফ্যাটি এসিড
*২.১ গ্রাম ওমেগা-৬ ফ্যাটি এসিড
স্বাস্থ্য উপকারিতায় তিসির তেল
স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তিসির তেল। নিয়মিত এই তেল  সেবন করলে দেহের অনেক ক্ষতিকর জীবাণু বা মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যথাঃ
১) ওজন কমানোর জন্য
বর্তমান সময়ে ডায়েট চার্টে তিসির তেল ডাক্তারগণ যুক্ত করতে বলেন। কারন আমাদের দেহের কোলন সিস্টেম উন্নত করে এবং পাকস্থলীর হজম কাজে সহয়তা করে। তাছাড়া শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করতে সাহায্য করে।
২০১৫ সালে নিউট্রিশন জার্নালের এক রিপোর্টে বলা হয়েছে যে, ডায়েট প্ল্যানে তিসির তেল যুক্ত করলে সহজেই ওজন কমানো সম্ভব হয়।                     
২) কোষ্ঠকাঠিন্য দূর করে
বর্তমানে আমরা সবাই কম-বেশি এই সমস্যা ভুগে থাকি। বেশির ভাগ সময় বাইরের খাবার খেয়ে পেটে গ্যাসের সমস্যা হয় এবং পরে তা কোষ্ঠকাঠিন্য। তিসির তেল আপনার এই প্রতিদিনের সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করবে।
৩) ডায়রিয়া সমস্যার সমাধান
অনেকেই আছেন ঘন ঘন  ডায়রিয়ার আক্রান্ত হয়ে পড়েন। নিয়মিত তিসির তেল সেবন করলে এই সমস্যা দূর করবে। কারন তিসির তেল আপনার মেটাবলিজম সিস্টেম উন্নত করতে সাহায্য করে।     
৪) ক্যান্সারের বিরুদ্ধে লড়াই
বর্তমান সময়ে ক্যান্সার রোগীর সংখ্যা নেতিবাচক হারে বেড়ে চলেছে। তিসির তেল আপনাকে প্রাকৃতিক ভাবে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে।  ALA (alpha linolenic acid) যা শরীরে থাকা ক্যান্সারের কোষ তৈরি হতে বাধা দেয়।
২০১৫ সালে দ্যা জার্নাল নিউট্রিশন এন্ড ক্যান্সার সাপোর্ট এর  এক রিপোর্টে উল্লেখ করা হয় যে, সস্তায় এবং কার্যকরি ভাবে ক্যান্সারের প্রতিরোধ তৈরি করা যায় নিয়মিত তিসির তেল খাওয়ার মাধ্যমে।    
৫) হার্ট ভালো রাখে  
তিসির তেল হার্ট কে বিশষ ভাবে সুরক্ষা দেয়। কারন এতে থাকা Alpha  linolenic acid হার্টকে সুস্থ রাখে এবং হার্টজনিত সকল রোগকে দূরে রাখে।
এক গবেষণায় দেখা গেছে, যদি কোন ব্যক্তি প্রতিদিন ১.৫ গ্রাম তিসির তেল সেবন করলে। তার ৫০ শতাংশ হার্টের স্বাস্থ্য ঝুকি কমে যায়।     
৬) সোগেনস হ্রাস করে
এই রোগটা সম্পর্কে আমরা হয়তো ভালো করে জানি না।সাধারণত এর লক্ষন হচ্ছে চোখের কোণা গুলো লাল হয়ে যায় এবং মুখের ভিতরটা শুকিয়ে যায়। পানি খেলেও তৃষ্ণা মেটেনা আর একটা সময় মুখের ভেতর দাতের মাড়ি গুলো ক্ষতিগ্রস্ত হয়ে। ফলে ওরাল সমস্যা দেখা যায়। অনেক সময় শরীরের টিস্যু গুলো ক্ষতিগ্রস্ত হয়।   
বিশ্বের প্রায় সাত লক্ষ লোক এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। আশার কথা হচ্ছে, নিয়মিত তিসির তেল সেবনে এই রোগ এর অনেকটা সমাধান করবে।
৭) কোলেস্টেরল কমায়
তিসির তেল আমাদের শরীরের কোলেস্টেরলের মাএা কমাতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল LDL কে উল্লেখযোগ্য হারে কমায় তিসির তেলে থাকা ALA (alpha linolenic acid)।
এক গবেষণায় দেখা যায়, হাই- কোলেস্টেরল  একজন রোগী। যদি প্রতিদিন এক চা-চামচ তিসির তেল গ্রহন করেন তাহলে ১২ সপ্তাহের মধ্যে কোলেস্টেরল এর মাএা নিয়ন্ত্রণে চলে আসবে।          
৮) ডায়াবেটিস নিয়ন্ত্রণ  ও ঝুঁকি কমায়
প্রায় প্রতিটি ঘরে একজন করে ডায়াবেটিক রোগী পাওয়া যাবে। বলতে সাধারণ একটি রোগ পরিনত হয়েছে ডায়াবেটিস। নিয়মিত তিসির তেল সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
প্রি-ডায়বেটিস রোগীর সংখ্যা ও কিন্তু কম নয়। সেখানেও আপনাকে সাহায্য করবে তিসির তেল। দৈনিক  ১৩ গ্রাম তিসির তেল সেবন করলে মাএ সপ্তাহের মধ্যে এই মারাত্মক ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।      
তবে অতিরিক্ত মাএায় তিসির তেল সেবন স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত তিসির তেল সেবন স্বাস্থ্যের পক্ষে শ্রেয়।        
 Flaxseed/Linseed Oil 
Flax seeds are known for their many health benefits, which include providing a hearty dose of protein and fiber, reducing appetite and aiding in weight control.
Given their stellar nutrient profile, it’s no wonder that flaxseed oil is also jam-packed with similar health benefits.
Flaxseed oil, also known as flax oil or linseed oil, is made from flax seeds that have been ground and pressed to release their natural oil.
This health-promoting oil has a wide variety of uses, ranging from cooking to skin care.
This article will explore some of the top benefits of flaxseed oil and a few simple ways to use it.
1. High in Omega-3 Fatty Acids
Much like flax seeds, flaxseed oil is loaded with heart-healthy omega-3 fatty acids.
In fact, one tablespoon (15 ml) contains an impressive 7,196 mg of omega-3 fatty acids.
Specifically, flaxseed oil contains alpha-linolenic acid (ALA), a form of omega-3 fatty acid that is only converted in small amounts to active forms of omega-3, like EPA and DHA.
If you aren’t getting enough DHA and EPA in your diet, most guidelines recommend at least 1,600 mg of ALA omega-3 fatty acids daily for men and 1,100 mg for women.
Just one tablespoon of flaxseed oil can meet and exceed your daily ALA needs.
Omega-3 fatty acids are essential to health and have been associated with benefits like reduced inflammation, improved heart health and protection for the brain against aging.
If you aren’t taking fish oil or getting one to two servings of fatty fish in your diet each week, flaxseed oil may be a good solution to help supplement your diet with the omega-3 fatty acids you need.
2. May Help Reduce Cancer Cell Growth
Although the current research is limited to test-tube and animal studies, there is some evidence that flaxseed oil may help reduce the growth of cancer cells.
In one animal study, mice were given 0.3 ml of flaxseed oil for 40 days. It was found to prevent the spread of cancer and the growth of lung tumors.
In another small animal study, flaxseed oil was shown to block the formation of colon cancer in rats.
Furthermore, test-tube studies have produced similar findings, with several studies showing that flaxseed oil reduced the growth of breast cancer cells.
Still, while these findings are promising, more research is needed to determine how these results may translate to humans.
3. Could Benefit Heart Health
Several studies have found that flaxseed oil could benefit heart health.
One study in 59 people compared the effects of flaxseed oil to those of safflower oil, a type of oil high in omega-6 fatty acids.
In this study, supplementing with one tablespoon (15 ml) of flaxseed oil for 12 weeks led to significantly lower blood pressure levels than supplementing with safflower oil.
High blood pressure can harm heart health, as it places extra strain on the heart, forcing it to work harder.
Flaxseed oil may also improve the elasticity of the arteries. Both aging and increased blood pressure are generally linked to decreases in elasticity.
These benefits are likely due to the high concentration of omega-3 fatty acids in flaxseed oil, as supplementing with it has been shown to significantly increase the amount of omega-3s in the blood.
What’s more, numerous studies have shown that omega-3 fatty acids improve heart health, with benefits such as reduced inflammation and lower blood pressure.
4. May Help Treat Constipation and Diarrhea
Flaxseed oil may be effective at treating both constipation and diarrhea.
A recent animal study showed that flaxseed oil acted as a laxative to promote regularity, all while acting as an antidiarrheal agent.
Another study gave 50 constipated patients on hemodialysis either flaxseed oil, olive oil or mineral oil.
After four weeks, flaxseed oil increased the frequency of bowel movements and improved stool consistency. Also, it was found to be as effective as both olive oil and mineral oil.
However, research on the effects of flaxseed oil on constipation and diarrhea is currently limited to animal studies and studies on people with specific conditions.
Additional studies are needed to evaluate its effectiveness in the general population.
5. May Improve Skin Health
Flaxseed oil may also help enhance skin health.
One small study had 13 women supplement with flaxseed oil for 12 weeks. At the end of the study, they experienced improvements in skin smoothness and hydration, while skin sensitivity to irritation and roughness had decreased.
A recent animal study showed that flaxseed oil had similar positive results.
Mice with dermatitis were given flaxseed oil for three weeks. The oil was shown to decrease symptoms of atopic dermatitis, such as redness, swelling and itching.
However, no studies have looked at the benefits of applying flaxseed oil to the skin of people. Nevertheless, there are numerous anecdotal reports of improvements in smoothness and reduced irritation after applying flaxseed oil.
6. May Reduce Inflammation
Thanks to its omega-3 fatty acid content, some research shows that flaxseed oil may help reduce inflammation in certain populations.
However, one analysis of 20 studies showed that flaxseed oil did not have an effect on inflammation in the general population.
Nevertheless, it significantly reduced levels of C-reactive protein, a marker used to measure inflammation, in obese people.
An animal study also found that flaxseed oil has potent anti-inflammatory properties.
Some studies indicate that flaxseed oil’s anti-inflammatory effects are equivalent to those of olive oil.
For example, one study in 37 people showed that flaxseed oil supplements didn’t affect any inflammatory markers in healthy, normal-weight adults, compared to olive oil .
While it seems that flaxseed oil may affect people differently, more research is needed to determine its effects on inflammation for the general population.
How to Use Flaxseed Oil
One of the best things about flaxseed oil is its versatility. For starters, it can easily be swapped for other types of oil in salad dressings, dips and sauces.
You can also add one serving (one tablespoon or 15 ml) into smoothies or shakes to add some flaxseed oil into your diet with minimal effort.
Keep in mind that flaxseed oil should not be used for cooking, as it does not have a high smoke point and can form harmful compounds when exposed to high heat.
In addition to being used in food, flaxseed oil can be applied to the skin to enhance skin health and increase skin moisture.
Alternatively, some people use flaxseed oil as a hair mask to promote growth and shine.

No comments:

Post a Comment